মানা বে ওয়াটার পার্কঃ

        এটি একটি আন্তর্জাতিক মানের এমিউজমেন্ট প্রিমিয়াম ওয়াটার পার্ক। যা বাংলাদেশের সবচেয়ে বড় প্রথম প্রিমিয়াম ওয়াটার পার্ক এবং এশিয়ার তৃতীয় বৃহত্তম ওয়াটার পার্ক "মানা বে"। অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে সজ্জিত মানা বে তে সব বয়সী মানুষের বিনোদনের জন্য রয়েছে বিশ্বমানের নানা ধরনের ব্যবস্থা। ৬০ হাজার স্কয়ার মিটার জায়গা জুড়ে পার্কটি তৈরি করা হয়েছে। এখানে সব বয়সের মানুষের জন্য রয়েছে দারুন সব আয়োজন। মানাবে ওয়াটার পার্কটির বিস্তারিত সব তথ্য নিচে দেওয়া হল।

 এতে রয়েছে -

  •  ১৭টি রাইডস
  •  ০৪টি আকর্ষণ
  •   ০৭টি রেস্তোরাঁ
  •   ০৪টি খাদ্য ট্রাক
  •   ১৮টি কাবানাস একটা পারফেক্ট দিন

Mana Bay Water Park

কোথায় অবস্থিতঃ 

        মানাবে ওয়াটার পার্কটি ঢাকা চিটাগং হাইওয়ে মুন্সিগঞ্জ জেলার, গজারিয়া উপজেলার, বাউশিয়া ইউনিয়নে অবস্থিত। ঢাকা থেকে মানাবে পার্ক এর দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার। ঢাকা থেকে গেলে ঢাকা-চিটাগং হাইওয়ের মেঘনা ব্রিজের পরে ভবেরচর বাসস্ট্যান্ডের একটু সামনে হাইওয়ের পাশেই এর অবস্থান। চিটাগং থেকে গেলে চিটাগং-ঢাকা হাইওয়ের গোমতী ব্রিজের পরে বাউশিয়া বাজারের একটু সামনে হাইওয়ের পাশেই এর অবস্থান।

কিভাবে যাবেনঃ

        আপনি দেশের যেকোনো স্থান থেকে বাসে বা আপনার নিজস্ব পরিবহনে পার্কে যেতে পারেন।

        বাসঃ ঢাকা থেকে গেলে ঢাকা-চিটাগং হাইওয়ের মেঘনা ব্রিজের পরে ভবেরচর বাসস্ট্যান্ডের একটু সামনে হাইওয়ের পাশেই এর অবস্থান। চিটাগং থেকে গেলে চিটাগং-ঢাকা হাইওয়ের গোমতী ব্রিজের পরে বাউশিয়া বাজারের একটু সামনে হাইওয়ের পাশেই এর অবস্থান।

খোলার দিন ও সময়ঃ

        মানা বে ওয়াটার পার্ক প্রতিদিন খোলা থাকে।

  • শুক্রবার ও শনিবার এবং সরকারি ছুটির দিন সকাল ১০টা থেকে রাত ৮টা
  • রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা

টিকেটের দামঃ

  • প্রাপ্তবয়স্ক: ৬০০০ টাকা (উচ্চতা ৪ ফুট এবং তার উপরে)
  • শিশু: ৩০০০ টাকা (উচ্চতা ৩-৪ ফুট)
  • শিশু: বিনামূল্যে (৩ ফুটের নিচে)

আপনি, এই টিকেট মূল্যের সাথে রয়েছে একটি পুরো দিন এবং যতবার ইচ্ছা ১৭টি রাইড ঘুরে দেখতে পারেন।

রাইড সমূহঃ

        পার্কটিতে মোট ১৭টি রাইড রয়েছে।

  • ওয়াটার স্লাইড ট্যুর


  • ওয়েভ পুল


  • ফ্লো রাইডার


  • ভলকানো শো (আগ্নেয়গিরি শো)


  • লেজি রিভার এবং অন্যান্য





আকর্ষণ সমূহঃ

    পার্কটিতে মোট ৪টি আকর্ষণ রয়েছে।

  • Enchanted Waters


  • Whirlpool Wonder


  • Hydro Groove


  • Blissful Bay


স্পেশাল ইভেনঃ


 বিশ্রামঃ 

        সাময়িক বিশ্রামের জন্য ব্যবস্থা রয়েছে তবে তার জন্য আপনাকে অতিরিক্ত পে করতে হবে।

খাবারঃ

        এই পার্কে বাইরের খাবার অ্যালাও না ভিতরে নিজস্ব ০৭টি রেস্টুরেন্টে খাবারের ব্যবস্থা রয়েছে। সেখান থেকে খাবার কিনে খেতে পারবেন।

রাত্রি যাপনঃ

        বর্তমানে পার্কটিতে রাত্রি যাপনের কোন ব্যবস্থা নেই।

গুগল ম্যাপঃ