ড্রিম হলিডে পার্কঃ
এটি একটি বাংলাদেশের সবচেয়ে বড় আকর্ষণীয়
পার্ক " ড্রিম হলিডে পার্ক "। অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে সজ্জিত ড্রিম হলিডে তে সব বয়সী মানুষের বিনোদনের জন্য রয়েছে নানা ধরনের ব্যবস্থা। ড্রিম হলিডে পার্কটির বিস্তারিত সব তথ্য নিচে দেওয়া হল।
ড্রিম হলিডে পার্কটি ঢাকা সিলেট হাইওয়ে নরসিংদী জেলার, চৈতাবো, পাঁচদোনা
তে অবস্থিত। ঢাকা থেকে ড্রিম হলিডে এর দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার। ঢাকা সায়দাবাদ
থেকে গেলে ঢাকা-সিলেট হাইওয়ের শেখেরচর বাবুরহাট
এর পরে, পাঁচদোনা মোড় বাসস্ট্যান্ডের হাফ কিলোমিটার আগে হাইওয়ের পাশেই এর অবস্থান। ঢাকা মহাখালী থেকে গেলে ঢাকা-সিলেট হাইওয়ের পাঁচদোনা
মোড় বাসস্ট্যান্ডের ডান দিকে মোড় নিয়ে ঢাকার দিকে হাফ কিলোমিটার পরে, হাইওয়ের পাশেই এর অবস্থান।
কিভাবে যাবেনঃ
আপনি দেশের যেকোনো স্থান থেকে বাসে বা আপনার নিজস্ব পরিবহনে পার্কে যেতে পারেন।
বাসঃ ঢাকা সায়দাবাদ
থেকে গেলে ঢাকা-সিলেট হাইওয়ের শেখেরচর বাবুরহাট
এর পরে, পাঁচদোনা মোড় বাসস্ট্যান্ডের হাফ কিলোমিটার আগে হাইওয়ের পাশেই এর অবস্থান। ঢাকা মহাখালী থেকে গেলে ঢাকা-সিলেট হাইওয়ের পাঁচদোনা
মোড় বাসস্ট্যান্ডের ডান দিকে মোড় নিয়ে ঢাকার দিকে হাফ কিলোমিটার পরে, হাইওয়ের পাশেই এর অবস্থান।
প্রবেশ মূল্যঃ
- ভ্যাট ছাড়া প্রাপ্তবয়স্কদের প্রবেশ টিকিট 320tk (প্রতি ব্যক্তি) ।
- ভ্যাট ছাড়া শিশুদের প্রবেশের টিকিট 220tk (প্রতি ব্যক্তি) ।
রাইডের খরচঃ
- প্রতি রাইড- পারসন 60 টাকা থেকে 110 টাকা
- ওয়াটার পার্ক-প্রতি ব্যক্তি 320tk
রাইড সমূহঃ
- ক্যাবল
কার
- হেলিকপ্টার
- স্পিড
বোট
- পা
চালিত নৌকা
- সুইং চেয়ার
- বুলেট
ট্রেন
- 9D মুভি
- ফ্যান্টম
হিল
- ওয়াটার
রয়েল গাড়ি
- সুইং
মোটর বাইক
- রোলার
কোস্টার
- এয়ার-বাই সাইকেল
- ষাঁড়
যাত্রা
- পানির
উদ্যান
- ভূতের
বাড়ি
- বাম্পার
ঘর
- স্বপ্নের
চোখ
- স্বপ্নের
নদী
- মিগ
ফাইটার
- রাজহাঁসের
নৌকা
- ঘুড়ি
ওড়ানো
- ওয়াটার
হেভেন
- প্রাকৃতিক
দৃশ্য
বাচ্চাদের রাইড সমূহঃ
- জাম্পিং
ঘোড়া
- দোলান
– ঘোড়া
- জাদু
বল
- শিশু
খেলার মাঠ
- মহাকাশযান
- শিশুর
খেলা
স্পেশাল
আকর্ষণঃ
- ওয়াটার পার্ক
বিশ্রামঃ
সাময়িক বিশ্রামের জন্য ব্যবস্থা রয়েছে তবে তার জন্য আপনাকে অতিরিক্ত পে করতে হবে।
খাবারঃ
এই পার্কে বাইরের খাবার অ্যালাও না ভিতরে নিজস্ব রেস্টুরেন্টে খাবারের ব্যবস্থা রয়েছে। সেখান থেকে খাবার কিনে খেতে পারবেন।
রাত্রি যাপনঃ
বর্তমানে পার্কটিতে রাত্রি যাপনের ব্যবস্থা রয়েছে।
দিবা
ও রাত্রি- স্বপ্নের কটেজ ও পিকনিক স্পট
গুগল ম্যাপঃ
0 Comments
Post a Comment